Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম আদালত মামলার আবেদন

বরাবর

চেয়ারম্যান

৬ নং জাহানাবাদ ইউনিয়ন পরিষদ

মোহনপুর, রাজশাহী।

 

বিষয়ঃ সুস্থ বিচার চাহিয়া আবেদন।

 

বাদী-                                    বিবাদী-

১। মোছাঃ রত্না খাতুন

পিতা- মোঃ আঃ জলিল

গ্রাম- আনুলিয়া

পোঃ হরিরামপুর

উপজেলাঃ দুর্গাপুর, জেলাঃ রাজশাহী।

১। মোঃ আনারম্নল ইসলাম

পিতা- মোঃ রিয়াজ উদ্দিন

সাং- ধামিনপাকুড়িযা

পোঃ কোটালীপাড়া,

উপজেলাঃ মোহনপুর, জেলাঃ রাজশাহী।

 

 

জনাব,

      বিনীত নিবেদন এই যে, আমি ১ নং বাদী মোছাঃ রত্না খাতুন পিতা- মোঃ আঃ জলিল,   আপনার কার্যালয়ে উপস্থিত হয়ে ১ নং বিবাদীর বিরম্নদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে,

বিবাদী আমার স্বামী আমাদের প্রায় ৪ বছর পুর্বে বিবাহ সম্পন্ন হয় । বিবাহের পর থেকে সে বিভিন্ন মানসিক এবং শারিরিক অত্যাচার করে আজ থেকে ১মাস ১৫ দিন পুর্বে আমাকে আমার

বাবার বাড়ী থেকে টাকা নিয়ে আসতে বলে ইতোপুর্বে আমার বাবার বাড়ী থেকে অনেক টাকা নিয়ে এসে দিয়েছি কিন্তু কোন উন্নতি হয় নাই শুধু নেশা করে বাড়ীতে অশামিত্ম সৃষ্টি করে বিধায়

আমি আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে না চাইলে আমাকে মারধর করে বাড়ী থেকে বাহির করে দেয় ১৫ দিন পর একতরফা তালাকের নোটিশ পাঠাই কিন্তু আমার ১.৫ বছর এর

একটি বাচ্চা আছে তাকে দেখাশুনা কে করবে বলে আমি তালাক নামায় সহি না করে গ্রামের লোকজন কে বললে তারা মিমাংসা করতে না চাওয়ায় আমি আপনার সরনাপন্ন হয়েছি।

 

অতএব, মহোদয় উপরোক্ত বিষয়ের প্রতি লক্ষ রেখে সুষ্ঠ তদমত্ম সাপেক্ষে ন্যায় বিচার প্রাপ্তির লক্ষে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহনে আপনার মর্জি হয়।

                    

 

 

বিনীত

 

 

 

মোছাঃ রত্না খাতুন

পিতা- মোঃ আঃ জলিল

গ্রাম- আনুলিয়া, পোঃ হরিরামপুর

উপজেলাঃ দুর্গাপুর, জেলাঃ রাজশাহী।